প্রকৃত জীবন
কাল বৈশাখের ঝড় দুর্দান্ত আজ বাতাস, শান্ত শিথিল নহে প্রচন্ড রূপে আকাশ।
আবার দেখো আকাশে ঘন ঘটা, মেঘ ও বিদ্যুতের সে এক নব ছটা।
শ্রাবনে ঝরে ঝর-ঝর ধারা, পথ ঘাট সবই আজ জলে ভরা।
প্রকৃতির এই অশ্রু ভরা আঁখি, ধুয়ে-মুছে দিলো সব মলিনতা, স্বচ্ছন্দে উড়ে যায়ে মনের পাখী।
বসন্তের হাওয়ায় মন দোদুল দোলে, বৃক্ষ শাখে পুষ্প যেনো শিশু ক্রীড়া মায়ের কোলে।
কোথা গেলো ফুল,কোথা গেলো পাতা, সবই কি গেছে ঝোরে, একাকী আছো দাঁড়ায়ে বাঁচবে কেমোন কোরে।
মিষ্টি মধুর ফল, সুগন্ধে ভরা যৌবন, এইতো বৃক্ষের অমূল্য দান, ফুল পাতা বিনা বৃক্ষ যে শুন্য, নেইকো আজ কোনোই মান।
দান-প্রতিদান জীবনের আহবান, প্রাকৃতিক শোভা, গাহ আজি প্রাণ খুলে গান, কিছুই রবেনা, ধরা তাকে যাবেনা, থাকবেনা হৃদয়ের টান।
মনুষ্য জীবন প্রকৃতির আধীন, কভু হাঁসি, কভু কান্না দিন-প্রতিদিন, সকলে একা, সবই শুন্য, এ পৃথিবী অন্তহীন।
মিছে ছুটে যায়ে আঁধারের পিছু, যদি পায়ে সে মনি-মুক্তা কিছু, ঝলমল করে আভূষণ যত ক্ষনিকে হারায়ে মূল্যবান আছে যা কিছু।
মনস্চক্ষে দেখো প্রতি ক্ষণ প্রকৃতি দিতেছে ভূত, ভবিষ্যত, বর্তমানের আশা স্বপ্নের আভাস, প্রিকৃতির প্রেমে সদাই বহিবে জীবনে খুশির বাতাশ।
উন্মুক্ত আকাশে উড়ে যেতে দাও, খাঁচাএ বেঁধে রাখা নিষ্ফল, দু চক্ষু ভোরে দেখো প্রাকৃতিক সৌন্দর্য, ভুলে সব দুক্ষ-ব্যথা, জীবন হবে সফল।
কাল বৈশাখের ঝড় দুর্দান্ত আজ বাতাস, শান্ত শিথিল নহে প্রচন্ড রূপে আকাশ।
আবার দেখো আকাশে ঘন ঘটা, মেঘ ও বিদ্যুতের সে এক নব ছটা।
শ্রাবনে ঝরে ঝর-ঝর ধারা, পথ ঘাট সবই আজ জলে ভরা।
প্রকৃতির এই অশ্রু ভরা আঁখি, ধুয়ে-মুছে দিলো সব মলিনতা, স্বচ্ছন্দে উড়ে যায়ে মনের পাখী।
বসন্তের হাওয়ায় মন দোদুল দোলে, বৃক্ষ শাখে পুষ্প যেনো শিশু ক্রীড়া মায়ের কোলে।
কোথা গেলো ফুল,কোথা গেলো পাতা, সবই কি গেছে ঝোরে, একাকী আছো দাঁড়ায়ে বাঁচবে কেমোন কোরে।
মিষ্টি মধুর ফল, সুগন্ধে ভরা যৌবন, এইতো বৃক্ষের অমূল্য দান, ফুল পাতা বিনা বৃক্ষ যে শুন্য, নেইকো আজ কোনোই মান।
দান-প্রতিদান জীবনের আহবান, প্রাকৃতিক শোভা, গাহ আজি প্রাণ খুলে গান, কিছুই রবেনা, ধরা তাকে যাবেনা, থাকবেনা হৃদয়ের টান।
মনুষ্য জীবন প্রকৃতির আধীন, কভু হাঁসি, কভু কান্না দিন-প্রতিদিন, সকলে একা, সবই শুন্য, এ পৃথিবী অন্তহীন।
মিছে ছুটে যায়ে আঁধারের পিছু, যদি পায়ে সে মনি-মুক্তা কিছু, ঝলমল করে আভূষণ যত ক্ষনিকে হারায়ে মূল্যবান আছে যা কিছু।
মনস্চক্ষে দেখো প্রতি ক্ষণ প্রকৃতি দিতেছে ভূত, ভবিষ্যত, বর্তমানের আশা স্বপ্নের আভাস, প্রিকৃতির প্রেমে সদাই বহিবে জীবনে খুশির বাতাশ।
উন্মুক্ত আকাশে উড়ে যেতে দাও, খাঁচাএ বেঁধে রাখা নিষ্ফল, দু চক্ষু ভোরে দেখো প্রাকৃতিক সৌন্দর্য, ভুলে সব দুক্ষ-ব্যথা, জীবন হবে সফল।
No comments:
Post a Comment