Thursday, February 7, 2013

গান ও প্রাণ
গানের আসর ভরা সুর-তান, ছন্দে-ছন্দে নাচে মন-প্রাণ।
কখনো রৌদ্র কখনো বর্ষা, সব ভুলে গাও জীবনের গান।
আকাশ-পাতাল এক হয়ে যাক, বাজুক ঘন্টা সাথে জয় ঢাক।
শঙ্খধ্বনি গুঞ্জিছে গগনে, নব উল্লাসের সংকেত পবনে।
মন ময়ুরী পাখা মেলে ধরে, বৃক্ষ শাখটি পুষ্পে ভরে।
একা মন কোথা হারিয়ে যেতে চায়ে, শান্ত মধুর অনুভূতি এ এক হায়।
হৃদয় ভাবাবেগে সীমানা ছাড়ায়, চিন্তামগ্ন কেন হে পথিক রহিলে দাঁড়ায়।
ভাবনা-চিন্তা দুরে থাক আজি, গানের উপহারে ভরে নাও সাজি।
মন মোহে আজি সেতারের তার, তালে-তালে নাচে হৃদয় সবার।
টুং-টাং বাজে জলতরঙ্গ, কেঁপে-কেঁপে ওঠে অঙ্গ-অঙ্গ।
ঘন্টা-কাঁসর তবলা বাজে, রুনু ঝুনু ঝুন নুপুর বাজে।
সুরে-তানে ভেসে যাক প্রতিটি ক্ষন, থেমোনা বন্ধু চলাই জীবন।
মৃদু-মধুর সুরধ্বনিতে পৃথিবী আজি মগ্ন, এসেছে আজি শিবের ডমরুর পুণ্য এই লগ্ন।
জীবন আজি সুর-তাল গানে হলো নবীন সিঞ্চন, দুক্ষ-ব্যথা ধুয়ে মুছে গেল, ঝলমল যেনো কাঞ্চন।
চমত্কারী এই সুর-তালের কী করিব ব্যাখ্যান, তালে-তালে চলে হৃদয়ের গতি, সুরই জীবন, সুরই গান।

No comments:

Post a Comment