প্রাকৃতিক নিয়মাবলী
প্রাকৃতিক রূপ অতুলনীয়, অতীব সুন্দর, কল্পনাতীত অনন্ত, গ্রীষ্ম, বর্ষা, সরত, হেমন্ত, শীত, বসন্ত।
বিভিন্ন রঙ্গের আভা প্রচ্ছদপটে অঙ্কিত, খুশির দলা দেয়ে মনে, রামধেনু রঙ্গে রঞ্জিত।
সাগরের জলে নীলের ছোঁয়া, পর্বত শিখরে শীত বাষ্পের ধোঁয়া।
বর্ষার জল ধুয়ে-মুছে দেয়ে সকলি কালিমা, বনে-জঙ্গলে সর্বত্র সবুজের লালিমা।
বৃক্ষ সাখে দোদুল দোলে নানা রঙ্গের পুষ্পের খেলা, যেন রঙ্গীন বস্ত্রে, আনন্দ মুখর ছোট্ট শিশুদের মেলা।
ভোরের আকাশে স্বর্ণ ঘটে সূর্য ছড়ায়ে আলো, নিদ্রা ত্যাগ,নব স্ফুর্তিতে জাগো, জীবনের পথ প্রদর্শক এই আলো।
রাতের আঁধার হোক না কালো, রজনীর মায়াভরা অনুভূতি, রৌপ্প চন্দ্রের মৃদু-মধুর এই নিশি আলো।
গ্রীষ্মের তেজ, শীতের আমেজ, সকলি প্রকৃতির দান, আনন্দ উপভোগ, ক্ষনিক যাতনা, এইতো জীবন জ্ঞান।
কাল বৈসাখির বহে ঝড়ো হাওয়া, ফাল্গুনে বৃক্ষের পাতা ঝরে যাওয়া।
অনর্থক জীবনের হিসাব-নিকাশ, রহিবেনা তো আর তোমার চাওয়া-পাওয়া।
প্রকৃতির মূলে একটি শিক্ষা, একটি লক্ষ্য, একটি নির্দেশ, কিছুই অক্ষুন্ন নহে, নহে অমর, যা হয়েছে শুরু, তা হবে শেষ।
প্রকৃতির অমূল্য দান, আঁচল ভোরে নাও, অমৃত করো পান, তৃষ্ণার্ত রহিবে না ক্ষুদিত পাষান, আশ্চর্য প্রকৃতি, নিস্সার্থ তোমার এ দান।
No comments:
Post a Comment