বারো মাসে তেরো পার্বন
বঙ্গ আমার জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ, বাংলার গর্বে গর্বিত মোরা, মিষ্টি মধুর ভাবাবেষ।
বাংলার মাটি, বাংলার ধান, মনোমোহিনী বাউলের গান, সকাল-সন্ধে কাঁসর-ঘন্টা মায়ের পূজা নানা পরিধান।
খুশির হিল্লোল, উত্সবের প্লাবন, বারোটি মাসে তেরোটি পার্বন।
লুচি, পোলাও, ইলিশ, চিংড়ি, সঙ্গে আছে সন্দেশ ও পরমান্ন।
বৈশাখেতে নববর্ষ, বিশ্বকবির জন্মদিবস, জৈষ্ঠ মাসে জামাইষষ্টি, লোকনাথ বাবার তিরোধান দিবস।
আষাড় মাসে রথযাত্রা, বিপদ্তারিনি ব্রত, শ্রাবণ মাসে ঝুলন পর্ব, রাখি বন্ধন ভাই-বোনের ভালবাসার মত।
ভাদ্র মাসে ভরা নদী, মনশাদেবির পুজো, আশ্বিনেতে ঢাকের বাদ্দি, বিশ্ববিখ্যাত বাঙালির শারদোত্সব মা দুর্গার পুজো।
এইবার এলেন মা লক্ষী কোজাগরী রাত্রিতে, ধন-সম্পত্তি সঞ্চয় হোক, থাকো মা লক্ষী আমার ঘরেতে।
কার্তিক মাসে শ্যামাপূজা, দীপাবলী ঘরে-ঘরে, শক্তি দাও, রক্ষা করো, আলোকিত করো চারি ধারে।
অগ্রহায়ন মাসে পূজা মা জদ্ধাত্রীর, সঙ্গে আছে ইতু পূজা,পৌষ মাসে পৌষ-পার্বন, নবান্ন সহিত লক্ষী পূজা।
শীতকালের বিশেষ উত্সব বড় দীন বা ক্রিসমাস, পশ্চিমে হয় কেক-পার্টি, বাঙালির পিঠে-পুলির মাস।
মাঘ মাস শীতের শেষ, পূজা সিদ্ধেশ্বরী মা দুর্গার ভিন্ন বেষ।
কবিগুরুর শ্রীনিকেতনের প্রতিষ্ঠা দিবস, সুভাষচন্দ্র বোসের জন্মদিবস।
বসন্তের শোভা চারিধারে, মা সরস্বতী আসছেন ঘরে, সাদা হংস তোমার বাহন, হস্তে বীনা সাজছে কেমোন।
ভগবতী-ভারতী দেবী তুমি, তুমি শিক্ষা, তুমি জ্ঞান, ভক্তি দাও, সতবুদ্ধি দাও, করো তুমি বিদ্যা দান।
ফাল্গুন মাসে দোলযাত্রা, সাথে আছে রঙ্গের খেলা, শিব ঠাকুরের শিবরাত্রি উপলক্ষে শিবের পূজা বিরাট মেলা।
শেষ মাস বর্ষের চৈত্র বলে জানি, চড়ক পূজা, নীলযাত্রা, শিব ঠাকুরের চৈত্র গাজন মানি।
বৈশাখেতে নববর্ষ, বিশ্বকবির জন্মদিবস, জৈষ্ঠ মাসে জামাইষষ্টি, লোকনাথ বাবার তিরোধান দিবস।
আষাড় মাসে রথযাত্রা, বিপদ্তারিনি ব্রত, শ্রাবণ মাসে ঝুলন পর্ব, রাখি বন্ধন ভাই-বোনের ভালবাসার মত।
ভাদ্র মাসে ভরা নদী
বঙ্গ আমার জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ, বাংলার গর্বে গর্বিত মোরা, মিষ্টি মধুর ভাবাবেষ।
বাংলার মাটি, বাংলার ধান, মনোমোহিনী বাউলের গান, সকাল-সন্ধে কাঁসর-ঘন্টা মায়ের পূজা নানা পরিধান।
খুশির হিল্লোল, উত্সবের প্লাবন, বারোটি মাসে তেরোটি পার্বন।
লুচি, পোলাও, ইলিশ, চিংড়ি, সঙ্গে আছে সন্দেশ ও পরমান্ন।
বৈশাখেতে নববর্ষ, বিশ্বকবির জন্মদিবস, জৈষ্ঠ মাসে জামাইষষ্টি, লোকনাথ বাবার তিরোধান দিবস।
আষাড় মাসে রথযাত্রা, বিপদ্তারিনি ব্রত, শ্রাবণ মাসে ঝুলন পর্ব, রাখি বন্ধন ভাই-বোনের ভালবাসার মত।
ভাদ্র মাসে ভরা নদী, মনশাদেবির পুজো, আশ্বিনেতে ঢাকের বাদ্দি, বিশ্ববিখ্যাত বাঙালির শারদোত্সব মা দুর্গার পুজো।
এইবার এলেন মা লক্ষী কোজাগরী রাত্রিতে, ধন-সম্পত্তি সঞ্চয় হোক, থাকো মা লক্ষী আমার ঘরেতে।
কার্তিক মাসে শ্যামাপূজা, দীপাবলী ঘরে-ঘরে, শক্তি দাও, রক্ষা করো, আলোকিত করো চারি ধারে।
অগ্রহায়ন মাসে পূজা মা জদ্ধাত্রীর, সঙ্গে আছে ইতু পূজা,পৌষ মাসে পৌষ-পার্বন, নবান্ন সহিত লক্ষী পূজা।
শীতকালের বিশেষ উত্সব বড় দীন বা ক্রিসমাস, পশ্চিমে হয় কেক-পার্টি, বাঙালির পিঠে-পুলির মাস।
মাঘ মাস শীতের শেষ, পূজা সিদ্ধেশ্বরী মা দুর্গার ভিন্ন বেষ।
কবিগুরুর শ্রীনিকেতনের প্রতিষ্ঠা দিবস, সুভাষচন্দ্র বোসের জন্মদিবস।
বসন্তের শোভা চারিধারে, মা সরস্বতী আসছেন ঘরে, সাদা হংস তোমার বাহন, হস্তে বীনা সাজছে কেমোন।
ভগবতী-ভারতী দেবী তুমি, তুমি শিক্ষা, তুমি জ্ঞান, ভক্তি দাও, সতবুদ্ধি দাও, করো তুমি বিদ্যা দান।
ফাল্গুন মাসে দোলযাত্রা, সাথে আছে রঙ্গের খেলা, শিব ঠাকুরের শিবরাত্রি উপলক্ষে শিবের পূজা বিরাট মেলা।
শেষ মাস বর্ষের চৈত্র বলে জানি, চড়ক পূজা, নীলযাত্রা, শিব ঠাকুরের চৈত্র গাজন মানি।
বৈশাখেতে নববর্ষ, বিশ্বকবির জন্মদিবস, জৈষ্ঠ মাসে জামাইষষ্টি, লোকনাথ বাবার তিরোধান দিবস।
আষাড় মাসে রথযাত্রা, বিপদ্তারিনি ব্রত, শ্রাবণ মাসে ঝুলন পর্ব, রাখি বন্ধন ভাই-বোনের ভালবাসার মত।
ভাদ্র মাসে ভরা নদী
No comments:
Post a Comment