তুমি মোদের চিরদিন
ভুলেও কেনো ভুলিতে পারিনা তোমারে, আজও তোমার স্মৃতি নিদ্রা ভঙ্গ করে, হাথ ছানি দেয়ে আমারে।
এই অটুট জীবন-মরণের বন্ধন কি ছিন্ন করা যায়ে? প্রতি ক্ষণ, প্রতি মুহুর্তে, চলে আসে গুটি-গুটি পায়ে-পায়ে।
গত দুই দশক জীবনের চাকা কোথা হতে কোথা গড়িয়ে গেছে, মধুর জীবনের সেই ভগ্ন স্বপ্ন, আশা, ভাবি সুধু সব কিছুই মিছে।
জন কোলাহলে আমি কি আজ একা, অনেক পেয়েছি আশা-ভরসা আছে, কিন্তু চারিদিক ফাঁকা।
ভাই-বোন, বন্ধু, গুরুজন, আছে তাদের প্রীতি-ভালবাসা, কিন্তু এই একাকিত্বের ভার কে করিবে বহন, এ যে এক মরুত্রিষ্ণা।
সবাকার মাঝে নিজেকে বিলায়ে সে এক বিশেষ অনুভূতি, তোমা-বিনা দিক-দিগন্তে শুন্যের আভাস চাহে কি জীবন আহুতি।
পায়ে-পায়ে যত এগিয়ে যেতে চাহি, পিছু টানে সদা পুরানো স্মৃতি, জীবনের জ্ঞান তোমারিত দেন, প্রতি মুহূর্ত অমূল্য, প্রতি ক্ষণ শুরু, নেইকো তাহার ইতি।
তুমি বলেছিলে সুখ-দুক্ষ সব মাথা পেতে নিতে হবে, বাধা-বিঘ্ন পেরিয়ে জীবন যুদ্ধে সদা জয়ী হতে হবে।
সবই জানি, সবই বুঝি, এ অবুঝ মনকে কেমনে বোঝাই, তুমি নেই, ফিরে আসবেনা, এ প্রানের জ্বালা কেমনে সই।
অনেক কথা, অনেক ব্যথা, সঞ্চিত আছে এই মনে যুক্তিহীন, শুধু জানি তুমি ছিলে, তুমি আছ, তুমি থাকবে মোদের চিরদিন।
ভুলেও কেনো ভুলিতে পারিনা তোমারে, আজও তোমার স্মৃতি নিদ্রা ভঙ্গ করে, হাথ ছানি দেয়ে আমারে।
এই অটুট জীবন-মরণের বন্ধন কি ছিন্ন করা যায়ে? প্রতি ক্ষণ, প্রতি মুহুর্তে, চলে আসে গুটি-গুটি পায়ে-পায়ে।
গত দুই দশক জীবনের চাকা কোথা হতে কোথা গড়িয়ে গেছে, মধুর জীবনের সেই ভগ্ন স্বপ্ন, আশা, ভাবি সুধু সব কিছুই মিছে।
জন কোলাহলে আমি কি আজ একা, অনেক পেয়েছি আশা-ভরসা আছে, কিন্তু চারিদিক ফাঁকা।
ভাই-বোন, বন্ধু, গুরুজন, আছে তাদের প্রীতি-ভালবাসা, কিন্তু এই একাকিত্বের ভার কে করিবে বহন, এ যে এক মরুত্রিষ্ণা।
সবাকার মাঝে নিজেকে বিলায়ে সে এক বিশেষ অনুভূতি, তোমা-বিনা দিক-দিগন্তে শুন্যের আভাস চাহে কি জীবন আহুতি।
পায়ে-পায়ে যত এগিয়ে যেতে চাহি, পিছু টানে সদা পুরানো স্মৃতি, জীবনের জ্ঞান তোমারিত দেন, প্রতি মুহূর্ত অমূল্য, প্রতি ক্ষণ শুরু, নেইকো তাহার ইতি।
তুমি বলেছিলে সুখ-দুক্ষ সব মাথা পেতে নিতে হবে, বাধা-বিঘ্ন পেরিয়ে জীবন যুদ্ধে সদা জয়ী হতে হবে।
সবই জানি, সবই বুঝি, এ অবুঝ মনকে কেমনে বোঝাই, তুমি নেই, ফিরে আসবেনা, এ প্রানের জ্বালা কেমনে সই।
অনেক কথা, অনেক ব্যথা, সঞ্চিত আছে এই মনে যুক্তিহীন, শুধু জানি তুমি ছিলে, তুমি আছ, তুমি থাকবে মোদের চিরদিন।
No comments:
Post a Comment