Wednesday, June 10, 2020

Ajob rajje gujob maila

Hotath sedin rater baila lekhar khata ure elo, shobdo gulo chhoriye chhitiye ki sob mane bujhiye gailo.
Jibon sekhane phanush holo, borsha giye shrabon elo, hansi-kanna dodul dole, pakhi bhase nodir joule, machh gulo sob ure gailo.
Grisso-borsha ritu noyko, o gulo sob moner bhool, bhoter khaila, assembly maila eyi kotayi to pourar school.
Lal-neel kagoj gulo edik-odik urchhe daikho, sinri otho, pahar chouro, gop kore dhore mukhe poro.
Tok-mishti, teto-jhal chokhe-kane guchhiye rakho, somoy hole bar Kore sob mathar moddhe gunjiye rekho.
Maller bhitor haater sari, haate daikho bhangche hanri, bus e tram e pakhir saree, bari gulo chorchhe gari.
Rajar asone dakat bose, thakurer bedite bose panda, raja khachchhe chorer danda, pandar mathaye dhale ghol thanda.
Ajob desher gujob rajjo, hochchhena ekhane konoi karjo, monon-chinton cholchhe sokoli, bajiye cholechhe besuro banjo.
Napit hethaye tobla bajaye, gadha gulo gayichhe gaan, Office e sob dhak petaye, chamche gulo melaye taan.
Nyay-onyayer bichar chayi? Dhapar mathe bheer jomao, mastar mosayer kanmola kheye, here giye bari jao.
Ar je parina, sojjho hoyna, hath-pa chhunri jagbo kokhon, hansi-kanna golpo-gujob, sokoli natok, sokoli likhon.
Jege achhi na nidra gechhi, etayi aikhon vishal bhabona hansi-thattar chhoddobese etayi moder asol kamona.
Lekhar khata jak ure jak, ranna-bati sob pore thak, asuk borsha, asuk grisso, ajgubi chintaye mon moje thak.


Friday, June 5, 2020

Lockdown bounam Shromik seyi...


Eyi Vishal Mahamari Coronar jonno sara bisse je lockdown jokhon theke shuru hoyechhe sorbadhik probhabito hoyechhe shromik ebong abhibasira. Coronaye sonkramito hoar aage amra nijeder doinondin jeebone ki kinchito eyi  shromikder chinta korechhi?Mone hoy na. Aage office e bose kolom ghostam, aikhon barite bose seyi kaaj korchhi. Vishesh kichhu poriborton hoyni. Kintu aikhon aimmon aikta poristhiti uposthito hoyechhe je sokole oder dike vishesh drishtipat kourar uddog niyechhe. Tayi amrao mook shrota hoye thakte parchhina. 
Basosthaner thikana nahi, chakuri nahi, khadder obhab, kaal ki hoube eyi bhebe sokole nijo gramer dike aklanto chhute cholechhe. Bus, rail, plane er cholachol bondho , tayi keu paye hente, keu cycle e,abar kichhu lok tempo ba truck e kore Joisthor bhoura roddure purte-purte, baree pouchhote hobe, kichhu to nidan hoube. Attiyo porijonder assasone chhute jachchhe. Keu nihoto ba ahoto hochchhe eyi kotheen poristhitir songe lorayite osomortho hoy. Kee durdanto prochestha. Ke taar protidan debe. Amra doridro ba abhibashi shromik der birodhi noyi. Amrao tader dukkho, koushto anubhob korte.paree. Tader jonno sohanubhuti sokoler thaka I swabhabik. Kintu amra ektu beshi abege boye jachchhina?  Naki sara bisso ke dekhiye naam kenbar cheshta korchhi ?
Nijer aram kedaraye bose tader sombondhe charte sohanubhtir shobdoyi ki jothestho. Potrikate susojjito bhashaye tahader proti sohanubhuti prokash korleyi ki amader  kortobber iti. Amra nijera kee procheshtaye egiye jachchhi? Swonamdhonno nami-dami manushder moton amrao aikta  vidyut chalito putul hoye jayeni kee? 
Sorkari ba besorkari, somajsevi songstha, ba nijo samorthe bohu loke onek sahajjo korchhe ebong nanan prochesthaye uddoto. Kintu kichhu kichhu netibachok probritir manush seyi prochestha ke kono guruttoi dite raji noy. Tader aikmatro boktobbo keu tader jonno kichhu korchhena ba bhabchhena. Aito biddesh kaino, kiser jonno. Tara kee prokash korte chaye je taharayi  aikmatro buddhiman, gyani, hitaishi ar baki sokole obujh o monusottoheen.
Eyi vishesh shrenir manush der kachhe  aiktayi onurodh  ajker eyi  bhisom poristhiti o bipoder somoy doya kore nijeder chinta-dharaye ektu poriborton anun.  Bipodgrostho manusher paase daran, taake shantona deen, taar somossar somadhan kourar chesta korun. Taader naijjo odhikarer jonno jagruk koura ottonto abossok. Kintu eyi poristhitite uchcho swore sokol prochestar protibad koura somicheen noy. Sokol kaajer Sunischito somoy ebong poristhiti thaka uchit. Sokol niyom, bidhi khondon koure ogrosorer chestha kokhono sofol hoyna. Sokol kaaj shanto mostiske bhalo porijojonaye ebong taar phoulaphouler chinta kore egonoi buddhimaner kaaj. Aaj sokoler kachhe eyi nibedon je nije egiye jot kinchito, jot samanno, samortho onujayi gorib dukkhider sahajje totpour thakun.. Seyi shromik der byatha onubhob korun, somossar somadhan nischoy hoube.
Sokole sustho o surokkhito thakun sorboda eyi kamona kori

Tuesday, May 17, 2016

গর্ব আমার বাংলা

ডী এল রায়ের কন্ঠে 'বংঙ্গ আমার জননী আমার ধাএি আমার, আমার দেশ', কেনো গো মা তোর মলিন বসন, কেনো গো মা তোর রুক্ষ কেষ'
বঙ্গ আমার জন্মভুমি, আমি গর্বিত আমি বাঙ্গালি। বাংলা সাহিত্য, শিল্প,বেষ-ভুষা, সাজ-সজ্জা,নৃত্য-নাটক,পূজো-পার্বন,পাকবিদ্যা, দেশাত্যোবোধ,দেশপ্রেম, সামাজিক বৈষিষ্ঠতা, সামাজিক উন্নয়ন, ভালোবাষা ও একাত্যবোধ আমাকে বিষেশ আর্কষনে আবদ্ধ করে। কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুর, সাহিত্য সম্রাট সরতচন্দ্র চট্যপাধ্যায়, আচার্য জগদীশচন্দ্র বসু, রাজারামমোহন রায়, বিদ্যাসাগর, সত্যজীত রায়, সুভাষচন্দ্র বসু, বিষেশ উল্লেখনিয়। এনাদের প্রতি আমরা চীর কৃতঙ্গ, চীর রৃনি। তাঁহারা নীজ জীবন দিয়ে এই দেশের রক্ষা করেছেন এবং এই দেশের উন্নত শীর করেছেন। সদা-সর্বদা দেশের উন্নয়ন হিতার্থে নানাবিধ কার্যে জীবন উৎর্সগ করেছেন। তাঁহাদিগের জন্মদিবস অথবা মৃত্যদিবস পাালনার্থে দূটি শব্দ তাঁহাদের প্রতিউৎসর্গ করতে কৃপনতা কেনো। তাঁহাদের প্রতি কৃতঙ্গতা প্রকাশ আমাদের একটি কর্তব্য। এই অতি বিষিস্ঠ, মহামানবদের বলিদানেই আজ আমাদের জীবন সফল। বাংলা আজ গৌরান্বিত। বাংলার মাটী, বাংলার গান, বাংলাই জীবন, বাংলাই প্রান। বাংলা ভূলি কী করে, বাংলা মনের ভীতরে। এক কবির শব্দে 'মোদের গরব মোদের আশা, আহা মরি বাংলা ভাষা।

Tuesday, March 12, 2013

জীবন সত্য - স্বামী বিবেকানন্দ
সম্ভ্রান্ত বাঙালী পরিবারে ১২ই জানুয়ারী, ১৮৬৩ সালে জন্মেছিল একটি শিশু নরেন্দ্রনাথ নামে।
বিশ্বনাথ দত্ত পিতা ছিলেন উচ্চ ন্যায়ালয়ের এটর্নি, ভুবনেশ্বরী দাসী মাতা সতী সাধ্বী, ধার্মিক গৃহিনী।
প্রেসিডেন্সি ও স্কটিশ চার্চ কলেজ তাঁহার শিক্ষাস্থল, পশ্চিমী তথ্য, পশ্চিমী দর্শন বিজ্ঞান ও ইউরোপের নানান দেশের ইতিহাসের তাঁহার জ্ঞান অবিরল।
কেশবচন্দ্র সেন গঠিত ব্রহ্ম সমাজের সদস্যতা গ্রহণ করলেন এবার, প্রারম্ভিক শিক্ষা সেখান হতে ইশ্বর নিরাকার।
অসন্তুষ্ট দার্শনিক শিক্ষায়ে নানান চিন্তা মাথায়ে, ধর্ম ও ইশ্বরের অভিজ্ঞতা উন্নতির পথ কি ফোটায়ে।
বহু জ্ঞানী-গুনিকে জিজ্ঞাসা করলেন হয়েছে কি ইশ্বরের সাক্ষাত্কার, জবাব দিতে সকলে অক্ষম, মনে নিরাশা ও অন্ধকার।
ঠাকুর রামকৃষ্ণের খোঁজ পেয়ে গেলেন শেষে তাঁহার কাছে, জিজ্ঞাসা একই- মায়ের দর্শন পেয়েছো কি সচক্ষে নিজ কাছে।
জবাব এলো দেখেছি, জিজ্ঞাসা করলেন কেমন কোরে, ঠাকুর তখন বললেন তারে, যেমন দেখছি তোর তরে।
বহু তর্ক-বিতর্ক, যুক্তি-প্রশ্ন, শেষে শিস্যতা গ্রহণ করে ঠাকুরকে মানলেন নিজ গুরু, অপার জ্ঞান সঞ্চিত হলো, ধার্মিক শিক্ষার এটাই শুরু।
সাংসারিক সাজ ত্যাগ কোরে, গেরুয়া ধারণ করলেন সানন্দে, নরেন্দ্রনাথ পরিবর্তিত হলো স্বামী বিবেকানন্দে।
ঠাকুরের দেহত্যাগের পশ্চাত সন্যাসীদের সাহাযার্থে গঠন করলেন রামকৃষ্ণ মিসন ও রামকৃষ্ণ মঠ, দক্ষিনেশ্বর পুজাস্থল ও বিখ্যাত হলো বেলুর মঠ .
বিশ্ব ভ্রমন শুরু হলো জাপান ও চীন শহরে, নানান দেশ ভ্রমন করে পৌঁছালেন আমেরিকার শিকাগো শহরে।
আজও কি মোরা ভুলিতে পারি সেই বিশ্ববিখ্যাত ভারতীয় স্বামিজীকে, বিশ্বধর্ম সংসদে তাঁর সেই জ্ঞানের বাণীকে।
১৮৯৩এর সেই বিখ্যাত ভাষণ-" সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা" আজও সারা বিশ্বে গুঞ্জিছে, জীবন দর্শনের সহজ উপায়ে তাহার বাণীতে সকলে সুনিছে।
নরেন্দ্র তোমার বাণী জীবন সত্যের জ্ঞান প্রদান করে আনন্দ, ঘর-সংসার ত্যাগ করিয়া তুমি হয়িলে স্বামী বিবেকানন্দ।

Tuesday, March 5, 2013

তুমি মোদের চিরদিন
ভুলেও কেনো ভুলিতে পারিনা তোমারে, আজও তোমার স্মৃতি নিদ্রা ভঙ্গ করে, হাথ ছানি দেয়ে আমারে।
এই অটুট জীবন-মরণের বন্ধন কি ছিন্ন করা যায়ে? প্রতি ক্ষণ, প্রতি মুহুর্তে, চলে আসে গুটি-গুটি পায়ে-পায়ে।
গত দুই দশক জীবনের চাকা কোথা হতে কোথা গড়িয়ে গেছে, মধুর জীবনের সেই ভগ্ন স্বপ্ন, আশা, ভাবি সুধু সব কিছুই মিছে।
জন কোলাহলে আমি কি আজ একা, অনেক পেয়েছি আশা-ভরসা আছে, কিন্তু চারিদিক ফাঁকা।
ভাই-বোন, বন্ধু, গুরুজন, আছে তাদের প্রীতি-ভালবাসা, কিন্তু এই একাকিত্বের ভার কে করিবে বহন, এ যে এক মরুত্রিষ্ণা।
সবাকার মাঝে নিজেকে বিলায়ে সে এক বিশেষ অনুভূতি, তোমা-বিনা দিক-দিগন্তে শুন্যের আভাস চাহে কি জীবন আহুতি।
পায়ে-পায়ে যত এগিয়ে যেতে চাহি, পিছু টানে সদা পুরানো স্মৃতি, জীবনের জ্ঞান তোমারিত দেন, প্রতি মুহূর্ত অমূল্য, প্রতি ক্ষণ শুরু, নেইকো তাহার ইতি।
তুমি বলেছিলে সুখ-দুক্ষ সব মাথা পেতে নিতে হবে, বাধা-বিঘ্ন পেরিয়ে জীবন যুদ্ধে সদা জয়ী হতে হবে।
সবই জানি, সবই বুঝি, এ অবুঝ মনকে কেমনে বোঝাই, তুমি নেই, ফিরে আসবেনা, এ প্রানের জ্বালা কেমনে সই।
অনেক কথা, অনেক ব্যথা, সঞ্চিত আছে এই মনে যুক্তিহীন, শুধু জানি তুমি ছিলে, তুমি আছ, তুমি থাকবে মোদের চিরদিন।

Thursday, February 28, 2013

প্রকৃত জীবন
কাল বৈশাখের ঝড় দুর্দান্ত আজ বাতাস, শান্ত শিথিল নহে প্রচন্ড রূপে আকাশ।
আবার দেখো আকাশে ঘন ঘটা, মেঘ ও বিদ্যুতের সে এক নব ছটা।
শ্রাবনে ঝরে ঝর-ঝর ধারা, পথ ঘাট সবই আজ জলে ভরা।
প্রকৃতির এই অশ্রু ভরা আঁখি, ধুয়ে-মুছে দিলো সব মলিনতা, স্বচ্ছন্দে উড়ে যায়ে মনের পাখী।
বসন্তের হাওয়ায় মন দোদুল দোলে, বৃক্ষ শাখে পুষ্প যেনো শিশু ক্রীড়া মায়ের কোলে।
কোথা গেলো ফুল,কোথা গেলো পাতা, সবই কি গেছে ঝোরে, একাকী আছো দাঁড়ায়ে বাঁচবে কেমোন কোরে।
মিষ্টি মধুর ফল, সুগন্ধে ভরা যৌবন, এইতো বৃক্ষের অমূল্য দান, ফুল পাতা বিনা বৃক্ষ যে শুন্য, নেইকো আজ কোনোই মান।
দান-প্রতিদান জীবনের আহবান, প্রাকৃতিক শোভা, গাহ আজি প্রাণ খুলে গান, কিছুই রবেনা, ধরা তাকে যাবেনা, থাকবেনা হৃদয়ের টান।
মনুষ্য জীবন প্রকৃতির আধীন, কভু হাঁসি, কভু কান্না দিন-প্রতিদিন, সকলে একা, সবই শুন্য, এ পৃথিবী অন্তহীন।
মিছে ছুটে যায়ে আঁধারের পিছু, যদি পায়ে সে মনি-মুক্তা কিছু, ঝলমল করে আভূষণ যত ক্ষনিকে হারায়ে মূল্যবান আছে যা কিছু।
মনস্চক্ষে দেখো প্রতি ক্ষণ প্রকৃতি দিতেছে ভূত, ভবিষ্যত, বর্তমানের আশা স্বপ্নের আভাস, প্রিকৃতির প্রেমে সদাই বহিবে জীবনে খুশির বাতাশ।
উন্মুক্ত আকাশে উড়ে যেতে দাও, খাঁচাএ বেঁধে রাখা নিষ্ফল, দু চক্ষু ভোরে দেখো প্রাকৃতিক সৌন্দর্য, ভুলে সব দুক্ষ-ব্যথা, জীবন হবে সফল।

Sunday, February 10, 2013

বারো মাসে তেরো পার্বন
বঙ্গ আমার জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ, বাংলার গর্বে গর্বিত মোরা, মিষ্টি মধুর ভাবাবেষ।
বাংলার মাটি, বাংলার ধান, মনোমোহিনী বাউলের গান, সকাল-সন্ধে কাঁসর-ঘন্টা মায়ের পূজা নানা পরিধান।
খুশির হিল্লোল, উত্সবের প্লাবন, বারোটি মাসে তেরোটি পার্বন।
লুচি, পোলাও, ইলিশ, চিংড়ি, সঙ্গে আছে সন্দেশ ও পরমান্ন।
বৈশাখেতে নববর্ষ, বিশ্বকবির জন্মদিবস, জৈষ্ঠ মাসে জামাইষষ্টি, লোকনাথ বাবার তিরোধান দিবস।
আষাড় মাসে রথযাত্রা, বিপদ্তারিনি ব্রত, শ্রাবণ মাসে ঝুলন পর্ব, রাখি বন্ধন ভাই-বোনের ভালবাসার মত।
ভাদ্র মাসে ভরা নদী, মনশাদেবির পুজো, আশ্বিনেতে ঢাকের বাদ্দি, বিশ্ববিখ্যাত বাঙালির শারদোত্সব মা দুর্গার পুজো।
এইবার এলেন মা লক্ষী কোজাগরী রাত্রিতে, ধন-সম্পত্তি সঞ্চয় হোক, থাকো মা লক্ষী আমার ঘরেতে।
কার্তিক মাসে শ্যামাপূজা, দীপাবলী ঘরে-ঘরে, শক্তি দাও, রক্ষা করো, আলোকিত করো চারি ধারে।
অগ্রহায়ন মাসে পূজা মা জদ্ধাত্রীর, সঙ্গে আছে ইতু পূজা,পৌষ মাসে পৌষ-পার্বন, নবান্ন সহিত লক্ষী পূজা।
শীতকালের বিশেষ উত্সব বড় দীন বা ক্রিসমাস, পশ্চিমে হয় কেক-পার্টি, বাঙালির পিঠে-পুলির মাস।
মাঘ মাস শীতের শেষ, পূজা সিদ্ধেশ্বরী মা দুর্গার ভিন্ন বেষ।
কবিগুরুর শ্রীনিকেতনের প্রতিষ্ঠা দিবস, সুভাষচন্দ্র বোসের জন্মদিবস।
বসন্তের শোভা চারিধারে, মা সরস্বতী আসছেন ঘরে, সাদা হংস তোমার বাহন, হস্তে বীনা সাজছে কেমোন।
ভগবতী-ভারতী দেবী তুমি, তুমি শিক্ষা, তুমি জ্ঞান, ভক্তি দাও, সতবুদ্ধি দাও, করো তুমি বিদ্যা দান।
ফাল্গুন মাসে দোলযাত্রা, সাথে আছে রঙ্গের খেলা, শিব ঠাকুরের শিবরাত্রি উপলক্ষে শিবের পূজা বিরাট মেলা।
শেষ মাস বর্ষের চৈত্র বলে জানি, চড়ক পূজা, নীলযাত্রা, শিব ঠাকুরের চৈত্র গাজন মানি।
বৈশাখেতে নববর্ষ, বিশ্বকবির জন্মদিবস, জৈষ্ঠ মাসে জামাইষষ্টি, লোকনাথ বাবার তিরোধান দিবস।
আষাড় মাসে রথযাত্রা, বিপদ্তারিনি ব্রত, শ্রাবণ মাসে ঝুলন পর্ব, রাখি বন্ধন ভাই-বোনের ভালবাসার মত।
ভাদ্র মাসে ভরা নদী