প্রিয় বন্ধু বান্ধব্গনে, সপরিবার, সবান্ধবে তত্পর হও মায়ের আবাহনে,
বর্ষার হলো যে ইতি, আকাশে আশ্বিনে মেঘের গীতি
বাতাসে দোলে মনোরম কাশ ও শিউলিতে ভরা শাখ, সুমধুর বাজে ওই প্রাকৃতিক ঢাক.
পার হয়ে গেল একটি বর্ষ, চিন্তা-ভাবনা,সুখ-দুক্ষের সমাগমে,
সকল সংযুক্ত প্রচেষ্টায়ে মাকে ঘরে আনি সমাদরে.
ফুল-চন্দন, ধূপ-ধুনা প্রদীপ্ত আলোয়ে মায়ের রূপ প্রজ্জলিত,
প্রকিতির এ এক চমত্কার, মায়ের নাম জপে সকলে উল্লাসিত.
বাকি আছে বহু কাজ, সাড়ি-গহনা, পূজার ব্যবস্থাপনা,
সাজিয়ে নাও বরন্দালা, আল্পনা আর ঘট স্থাপনা.
মায়ের রূপ সদাই অপরূপ, মায়ের অঙ্গে ডাকের সাজ,
এই চারদিন সকলে খুশি, নব উত্তেজনায়ে হবে কাজ.
এ যে মদের নিজের মা, বিশেষ নিমন্ত্রণের প্রয়োজন কি বা,
যথাসাধ্য আয়োজন করেছি মাগো, ভুল-ত্রুটি সব ক্ষমা কর মা.
No comments:
Post a Comment