Tuesday, May 17, 2016

গর্ব আমার বাংলা

ডী এল রায়ের কন্ঠে 'বংঙ্গ আমার জননী আমার ধাএি আমার, আমার দেশ', কেনো গো মা তোর মলিন বসন, কেনো গো মা তোর রুক্ষ কেষ'
বঙ্গ আমার জন্মভুমি, আমি গর্বিত আমি বাঙ্গালি। বাংলা সাহিত্য, শিল্প,বেষ-ভুষা, সাজ-সজ্জা,নৃত্য-নাটক,পূজো-পার্বন,পাকবিদ্যা, দেশাত্যোবোধ,দেশপ্রেম, সামাজিক বৈষিষ্ঠতা, সামাজিক উন্নয়ন, ভালোবাষা ও একাত্যবোধ আমাকে বিষেশ আর্কষনে আবদ্ধ করে। কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুর, সাহিত্য সম্রাট সরতচন্দ্র চট্যপাধ্যায়, আচার্য জগদীশচন্দ্র বসু, রাজারামমোহন রায়, বিদ্যাসাগর, সত্যজীত রায়, সুভাষচন্দ্র বসু, বিষেশ উল্লেখনিয়। এনাদের প্রতি আমরা চীর কৃতঙ্গ, চীর রৃনি। তাঁহারা নীজ জীবন দিয়ে এই দেশের রক্ষা করেছেন এবং এই দেশের উন্নত শীর করেছেন। সদা-সর্বদা দেশের উন্নয়ন হিতার্থে নানাবিধ কার্যে জীবন উৎর্সগ করেছেন। তাঁহাদিগের জন্মদিবস অথবা মৃত্যদিবস পাালনার্থে দূটি শব্দ তাঁহাদের প্রতিউৎসর্গ করতে কৃপনতা কেনো। তাঁহাদের প্রতি কৃতঙ্গতা প্রকাশ আমাদের একটি কর্তব্য। এই অতি বিষিস্ঠ, মহামানবদের বলিদানেই আজ আমাদের জীবন সফল। বাংলা আজ গৌরান্বিত। বাংলার মাটী, বাংলার গান, বাংলাই জীবন, বাংলাই প্রান। বাংলা ভূলি কী করে, বাংলা মনের ভীতরে। এক কবির শব্দে 'মোদের গরব মোদের আশা, আহা মরি বাংলা ভাষা।