রঙ্গীন আকাশ
সাদা না নীল, চিন্তায়ে বিলীন, আকাশ কেমনতরো, বারে-বারে মনে প্রশ্ন জাগে প্রাণে, সমাধান কী ভাবতে পারো।
ভোরের আকাশ স্বচ্ছ-শুভ্র নির্মল, স্বর্ণ পাত্রে মধুর আলিঙ্গন।
শীতের আকাশ কুয়াশায়ে ঢাকা, সুক্ষ একটি হিমের স্পর্শ, থর-থর কাঁপে দৃষ্টিগোচর নহে, সবই চক্ষুর অদৃস্য।
বর্শায়ে মেঘাচ্ছন্ন আকাশের আরেক রূপ, কত কথা বলিতে চাহে, অবগুন্ঠনে কুন্ঠিত, নির্বাক, নিশ্চুপ।
মেঘের বাঁধ ভাঙ্গে বর্ষা ঝরে ঝর-ঝর, মনের কলুষ সব ধুয়ে-মুছে যায়ে, আকাশ-বাতাশের খেলা নবীনতর।
ঘন রজনীতে চাঁদের জ্যোত্স্না খেলে নীলাকাশের কোলে,তারারা মিটি-মিটি চায়ে এ মিলন কি ভোলা যায়ে, মায়ের বক্ষে ঘুম চক্ষে শিশু যেমন দোলে।
রাতের আঁধারে আচ্ছাদিত, ভয়াবহ পরিবেশ, থম-থমে চারিধার,নিঃসব্দে চুপি-চুপি, পায়ে-পায়ে চলে এস দেখে যাও নীলাকাশ একটি বার।
আকাশ অতি বিশালকায়, নাহি সীমানা, নাহি মানে এপার-ওপার, দেশ বিভক্ত করো, কাঁটা বেড়া দাও, পারো কি আকাশের সীমা-বন্ধনের উপায়ে সঞ্চার।
মুক্তাকাশে পাখী ডানা মেলে, দেশ-দেশান্তরে আসে-যায়ে, খেলে গলে মেলে।
মনের পাখির বন্ধন খোলো, নীলাকাশে পাখা মেলে ধরো, হৃদয় গভীরে বহু শ্যামুক আছে, তাহারি মাঝে মুক্ত সন্ধান করো।
আকাশের রং নীল না সাদা, এটি প্রশ্ন নহে, মনের একটি ধাঁধা, প্রাণ খুলে বিচরণ করো, আকাশের সীমানা নাহি কারো হস্তে বাঁধা।
রঙের চক্রভ্যুহে পা বারাযনা কভু, দেখো আকাশের বিশালকায় রূপ, উন্মুক্ত আকাশ হাথ্ছানি দেয়ে, স্বচ্ছন্দ আকাশের মনমোহিনী রূপ।
সাদা না নীল, চিন্তায়ে বিলীন, আকাশ কেমনতরো, বারে-বারে মনে প্রশ্ন জাগে প্রাণে, সমাধান কী ভাবতে পারো।
ভোরের আকাশ স্বচ্ছ-শুভ্র নির্মল, স্বর্ণ পাত্রে মধুর আলিঙ্গন।
শীতের আকাশ কুয়াশায়ে ঢাকা, সুক্ষ একটি হিমের স্পর্শ, থর-থর কাঁপে দৃষ্টিগোচর নহে, সবই চক্ষুর অদৃস্য।
বর্শায়ে মেঘাচ্ছন্ন আকাশের আরেক রূপ, কত কথা বলিতে চাহে, অবগুন্ঠনে কুন্ঠিত, নির্বাক, নিশ্চুপ।
মেঘের বাঁধ ভাঙ্গে বর্ষা ঝরে ঝর-ঝর, মনের কলুষ সব ধুয়ে-মুছে যায়ে, আকাশ-বাতাশের খেলা নবীনতর।
ঘন রজনীতে চাঁদের জ্যোত্স্না খেলে নীলাকাশের কোলে,তারারা মিটি-মিটি চায়ে এ মিলন কি ভোলা যায়ে, মায়ের বক্ষে ঘুম চক্ষে শিশু যেমন দোলে।
রাতের আঁধারে আচ্ছাদিত, ভয়াবহ পরিবেশ, থম-থমে চারিধার,নিঃসব্দে চুপি-চুপি, পায়ে-পায়ে চলে এস দেখে যাও নীলাকাশ একটি বার।
আকাশ অতি বিশালকায়, নাহি সীমানা, নাহি মানে এপার-ওপার, দেশ বিভক্ত করো, কাঁটা বেড়া দাও, পারো কি আকাশের সীমা-বন্ধনের উপায়ে সঞ্চার।
মুক্তাকাশে পাখী ডানা মেলে, দেশ-দেশান্তরে আসে-যায়ে, খেলে গলে মেলে।
মনের পাখির বন্ধন খোলো, নীলাকাশে পাখা মেলে ধরো, হৃদয় গভীরে বহু শ্যামুক আছে, তাহারি মাঝে মুক্ত সন্ধান করো।
আকাশের রং নীল না সাদা, এটি প্রশ্ন নহে, মনের একটি ধাঁধা, প্রাণ খুলে বিচরণ করো, আকাশের সীমানা নাহি কারো হস্তে বাঁধা।
রঙের চক্রভ্যুহে পা বারাযনা কভু, দেখো আকাশের বিশালকায় রূপ, উন্মুক্ত আকাশ হাথ্ছানি দেয়ে, স্বচ্ছন্দ আকাশের মনমোহিনী রূপ।